My Blog List

Tuesday, May 26, 2020

বিধ্বস্ত পৃথিবী

এক নতুন ঘাতকের আগমন
মানব কূলে যত জল্পনা-কল্পনা   
চারিদিকে শুধু মৃত্যুর মিছিল
বাতাসে লাশের গন্ধ।।
নবীন প্রবীণ বিজ্ঞানের যত প্রচেষ্টা
নতুন নতুন আবিস্কার আর প্রাণের সন্ধান
কিন্তু অবশেষে শূন্যতা নিয়ে প্রতিদিনকার রুটিনে চলে যাচ্ছে
 দিন,সপ্তা, মাস।
অতঃপর শুধু বিধ্বস্ত পৃথিবীর এক চাপা ক্রন্দ।। 
                 

Wednesday, April 15, 2020

শব্দ

শব্দঃ এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে।

বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ।

শব্দের শ্রেণীবিভাগ

বিভিন্ন দৃষ্টি কোন থেকে শব্দের শ্রেণীবিভাগ হতে পারে।
১. গঠনমূলক শ্রেণীবিভাগঃ
ক. মৌলিক ও
খ. সাধিত
মৌলিক শব্দঃ যে সব শব্দ বিশ্লেষন করা যায় না বা ভেঙে আলাদা করা যায়না সেগুলোকে মৌলিক শব্দ বলে।একে আবার সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ শব্দও বলা হয়। যেমন – হাত, নাক, ফুল, গোলাপ, নাক, তিল, গোলাম, ভাই, বোন, নদ, মাছ, লাল, তিন, মা, পা।
খ. সাধিত শব্দঃ যে সব শব্দকে বিশ্লেষন করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। অর্থাৎ মৌলিক শব্দ বাদে সকল শব্দই সাধিত শব্দ। সাধারণত একাধিক শব্দের সমাস হয় কিংবা প্রতয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে।
উদাহরণঃ
প্রত্যয়যোগে>সরস্ + বর্তী = সরস্বতী
সমাসবদ্ধ হয়ে > পঞ্চ আনন যার = পঞ্চানন (শিবকে বোঝায়)
চাঁদমুখ (চাঁদের মাতামুখ)
নীলাকাশ (নীল যে আকাশ)
ডুবুরি (ডুব্ + উরি)
চলন্ত (চল্ + অন্ত)
প্রশাসন (প্র+শাসন)
শীতল (শীত+ল)
নেয়ে (না+ইয়া)
গরমিল (গর+মিল)
গৌরব (গুরু+ষ্ণ)

শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ

শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে তিন ভাগে ভাগ করা যায়। যথাঃ
ক. যোগিক শব্দঃ যে সব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।এ শব্দগুলো প্রকৃতি ও প্রত্যয়রে অর্থানুসারে হয়।
উদাহরণঃ গায়ক = গৈ+নক (অক)
কর্তব্য = কৃ + তব্য
বাবুয়ানা = বাবু + আনা
মধুর = মধু + র
দৌহিত্র = দুহিতা + ষ্ণ
চিকামারা = চিকা + মারা
বাঁদরামি = বাঁদর + আশি
নায়ক = নৈ + অক
শয়ন = শে + অন
খ. রূঢ়ি শব্দঃ যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। রূঢ় শব্দের অর্থ কর্কশ বা অস্বাভাবিক।
উদাহরণঃ
হস্ত + ইন = হস্তী [যার হস্ত আছে। কিন্তু হস্তী বলতে একটি পশুকে বুঝায়।]
বাঁশ + ই = বাঁশি [বাঁশ দিয়ে তৈরি যে কোন বস্তু নয়। শব্দটি সুরের বিশেষ অর্থে প্রযুক্ত হয়।]
কুশ (এক প্রকার তৃণ) + অল > কুশল
গভেষণা (গো + এষনা ) – গরু খোঁজা। গভীরতম অর্থ অধ্যয়ন ও পর্যালোচনা।
তৈল শুধু তিলজাত স্নেহ পদার্থকে বোঝায়। যেমন – বাদাম তেল]
প্রবীণ – শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়।
সন্দেশ – শব্দ ও প্রত্যয়গত অর্থে সংবাদ। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।
পাঞ্জাবি – পাঞ্জাবের অধিবাসী। কিন্তু রূঢ়ি অর্থে ‘পোশাক বিশেষ’।
ঝি – চাকরানি বিশেষ। কিন্তু রূঢ়ি অর্থে নিজ কন্যা।
গ. যোগরূঢ় শব্দঃ সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
উদাহরণঃ
পঙ্কজ – পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ সমাস)। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু ‘পঙ্কজ’ শব্দটি একমাত্র ‘পদ্মফুল’ অর্থেই ব্যবহৃত হয়। তাই পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ।
রাজপুত – ‘রাজার পুত্র’ অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে ‘জাতি বিশেষ’।
মহযাত্রা – মহাসমারোহে যাত্রা অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ ‘মৃত্যু’।
জলধি – ‘জল ধারণ করে এমন’ অর্থ পরিত্যাগ করে। একমাত্র ‘সমুদ্র’ অর্থেই ব্যবহৃত হয়।

উৎপত্তিগত বা উৎসগত শ্রেণীবিভাগ

উৎপত্তিগত বা উৎসগতভাবে পাঁচভাগে ভাগ করা যায়।
১. তৎসম শব্দ: যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে , সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ।
এর অর্থ [তৎ(তার) + সম(সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত। বাংলা ভাষায় তৎসম শব্দের অনুপাত বা পরিমাণ প্রায় ২৫%। তৎসম শব্দের ব্যবহার সাধু ভাষারীতি সুনির্ধারিত। ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদ বিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনিদির্ষ্ট।
এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
তৎসম শব্দ চেনার উপায়ঃ
♦ ণ- যুক্ত শব্দ ( বেশির ভাগ ক্ষেত্রে): ব্যাকরণ, গগণ, চরণ, তৃণ, অগ্রাহয়ণ।
♦ ষ – যুক্ত শব্দ ( বেশি ভাগ ক্ষেত্রে): ভাষা, বৈষ্ণব, নক্ষত্র (ক্ষ = ক+ষ), মনুষ্য, ষন্ড।
♦ঋ – যুক্ত শব্দ (বেশি ভাগ ক্ষেত্রে): গৃহ, গৃহিনী, কৃষি, ঋষি, নৃত্য।
আরো কয়েকটি তৎসম বা সংস্কৃত
চন্দ্র, সূর্য, ভবন, ধর্ম, পাত্র, আকাশ, চন্দন, মাতা, কবি, ছবি, জীবন, দান, ফল, বায়ু, সাগর, কুৎসিত, জ্যোৎস্না, শ্রাদ্ধ, জল, পঞ্চম, আঘাত, উত্তর, উদও, ক্ষুধা, খাদ্য, অলাবু. নক্ষত্র, নদী, ধুম্র, নিমন্ত্রণ, ক্ষমা, অন্ন, স্বামী, পুত্র।
তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দ : যে সব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সে সব শব্দকে তদ্ভব শব্দ বলা হয়। তদ্ভক একটি পারিভাষিক শব্দ। ‘তৎ’ এর অর্থ তার আর ‘ভব’ মানে উৎপন্ন। যেমন সংস্কৃত – হস্ত, তদ্ভব – হাত। সস্কৃত – চর্মকার, প্রাকৃত – চম্মআর , তদ্ভব -চামার। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। বাংলা ভাষায় তদ্ভব শব্দের পরিমাণ প্রায় ৬০ %।
উদাহরণ
সংস্কৃত                 প্রাকৃত                তদ্ভব
পাদ                     পাঅ                  পা
হস্ত                      হত্থ                    হাত
চর্মকার                চম্মআর              চামার
ঘৃত                     ঘিঅ                  ঘি
মাতা                   মাআ                  মা
চন্দ্র                     চন্দ                    চাঁদ
অদ্দ                     অজ্জ                   আজ
অর্ধ                     অদ্ধ                   আধ
ইন্দ্রাগার               ইন্দ্রাআর             ইঁদারা
উপাধ্যায়              উবজ্ঝাঅ            ওঝা
উজ্ঞাপন               উন্হাবন            উনান
করোতি                করোই               করে
কথয়তি                কহই                 কহে
ককোনিকা             কহোনিআ          কনুই
ক্রীণাতি                কিনই               কিনে
কার্য                     কজ্জ                 কাজ
গৃহ                       ঘর                  ঘর
চক্র                      চক্ক                  চাকা
স্নান                     হৃান                 চান
স্তম্ভ                       ত্থম্ভ                 থাম
ষোড়শ                  ষোলহ             ষোল
বৎস                     বচ্ছ                বাছা
লবণ                     লোণ               নুন
স্তম্ভ                       ত্থম্ভ                তুমি
দ্বার                      দুয়ার              দোর
ঢক্ক                       ঢাক্ব                ঢাক
ভক্ত                      ভও                ভাত
মিথ্যা                    মিচ্ছা              মিছা
৩. অর্ধ তৎসম শব্দঃ বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়।এগুলোকে বলে অর্ধ-তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। বাংলা ভাষায় অর্ধ তৎসম শব্দের পরিমাণ প্রায় ৫ ভাগ।
উদাহরণঃ
তৎসম                               অর্ধ-তৎসম
জ্যোস্না                          জোছনা
শ্রাদ্ধ                                  ছেরাদ্দ
গৃহিণী                                গিন্নী
বৈষ্ণব                                বোষ্টম
কৃষ্ণ                                   কেষ্ট
কুৎসিত                              কুচ্ছিত
ক্ষুধা                                  খিদে
চন্দ্র                                   চন্দর
নিমন্ত্রণ                              নেমন্তন্ন
পত্র                                   পত্তর
পুরোহিত                            পুরুত
প্রীতি                                 পিরিতি
মহোৎসব                           মোচ্ছব
মিত্র                                  মিত্তির
সূর্য                                   সুরুজ
অর্ধ তৎসম শব্দঃ বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়।এগুলোকে বলে অর্ধ-তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। বাংলা ভাষায় অর্ধ তৎসম শব্দের পরিমাণ প্রায় ৫ ভাগ।
৪. দেশি শব্দঃ বাংলাদেশের আদিম অধিবাসীদের  (যেমনঃ কোল, মুন্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে । এ সকল শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। দেশি শব্দের পরিমান প্রায় ২ ভাগ।
উদাহরণঃ
কুড়িঁ, পেট, চুলা, কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, আলু, ঝাঁটা, ঝোল, ডিঙি, টোপর, ঢেউ, ডাহা, চোঙ্গা, কালো, আড়, ওত, উল্টা, খড়, খেয়া, খাড়া, খোঁটা, বাদুর, চিংড়ি, চাউল, ঝিঙা, ঝাড়, ঢোড়া, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, মোটা, নারিকেল।
বিদেশী শব্দঃ রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এদের বলা হয় বিদেশী শব্দ। নিম্নে বিভিন্ন বিদেশী ভাষা হতে আগত বিদেশী শব্দসমূহ আলোচনা করা হল। বাংলা ভাষায় বিদেশী শব্দের আগত বিদেশী শব্দ সমূহ আলোচনা করা হল। বাংলা ভাষায় বিদেশী শব্দের পরিমাণ ৮ ভাগ।
আরবি শব্দঃ আল্লাহ, ইসলাম, ঈমান, ওযু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তরবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, আদাব, অন্দর, আজগুবি, আদালত, আমলা, আমানত, আয়েম, আসামি, ইজারা, ইঞ্জিল, ইমন, ইমারত, ইশারা, ইশতেহার, উকিল, উজির, এখতিয়ার, এতিম, এলাকা, ওয়ারিশ, কদর, কলপ, কলম, কালিয়া, কুমকুম, কুলুপ, খবর, খাজনা, খালাস, গরিব, জলসা, জেলা, তালিকা, তবলা, তুফান, তুলকালাম, দালাল, নকল, নকশা, নিকাহ, ফসল, বকেয়া, মহস্বল, ময়দান, মশাল, মসলা, মুনাফা, মুলতবি, মোলায়েম, লেবাস, লোকসান, শহিদ, হুলিয়া, সবুর, তাকলিক, দখল, তদারক, শতরঞ্জ, জালিয়াতি, মুশকিল, ওয়াকিফ, মোলায়েম, কবুল, মুরিদ, নেয়ামত, মোক্তার, তবলা, মামলা, তদবির, তকদিও, আমেন, শরিক, শরিফ, হামলা, ফয়সালা, মৌসুমি, হলফ, ওস্তাদ, জমায়েত, বরাত, মিছিল, হেলাল, তাকলিফ, সফর, মর্সিয়া, হাওয়া, জাহাজ, মুসাফির, তেজরাত, জুলমাত, গাফলত, খেয়াল, মজলুম, বাজে, তুফান, কৈফিয়ত, জামিন, হাকিম, মুহুরি, আবির, আলাদা, কবর, কলপ, কসাই, মুসাফির, দালাল, তারিখ, দুনিয়া, নাকাল, ফতোয়া, মল্লিক, মসজিদ, মহকুমা, মৌলবি, রায়, লেবু, হালুয়া, মন্সেফ, মোক্তার, রায়, গায়েব, কেচ্ছা, সনদ, কানুন, কলম, ওজর, জাকাত, এলেম, এজলাস, ইনসান, মশকরা, মশগুল, শরবত, Boron, Zirconium.
ফারসি শব্দঃ খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা, কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ, আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা, শিন্নী, বান্দা, পেরেশান, কাগজ, খরচ, জিন্দাবাদ, মলম, হিন্দু, আইন, কানুন, আজাদ, আড়ং, আন্দাজ, আপোস, আফিম, আবদার, আমেজ, ইয়ার, জেসমিন, ইসবগুল, কবুতর, কমর, কামান, কিমা, খায়েশ, গরম, গোয়েন্দা, গ্রেফতার, চাদর, চালাক, জঙ্গি, জখম, জরিমানা, তাজা, দরিয়া, দালান, দেওয়ানা, দোয়াত, নাম, নালিশ, নিশান, পালক, পেঁয়াজ, পোলাও, পোশাক, ফরিয়াদ, বখশিশ, বরখাস্ত, বস্তা, বাগান, বাচ্চা, বাজার, রং, রুমাল, শনাক্ত, সানাই, শালগম, সালোয়ার,সওদাগর, সস্তা, সিপাই, সুদ, গালিচা, দোকান, গুজব, দরদ, সরকার, হাঙ্গামা, চাকুরি, তামাশা, চিজ্, আওয়াজ, পেয়ালা, নজরানা, ফরমান, বাজি, তালাশ, বাহাদুর, আদমশুমারি, আফগান, পাঞ্জেরি, সিয়া, জিন্দেগানি, বাব, খাব, দিল, বন্দর, কারচুপি, কারবার, কিংখাব, কিনারা, খুশি, গোলাপ, জেনানা, তোশামোদ, দারোগা, পয়জার, পরি, পাজি, পায়তারা, পালোয়ান, পোদ্দারি, বুনিয়াদ, বাদশাহি, বিমা, মগজ, মজুর, মেথর, মোরগ, রে্যাঁদা, লঙ্গরখানা, লাল, সফেদ, সর্দিগর্শি, সেতার, হাতেশা, হিন্দু, হুঁশ, হুঁশিয়ার, খতরনাক, ফৌজদারি, বাবেল মান্দেব, পরহেজগার, কানকাহ, দরগাহ, সাদা, চশমা, রাস্তা, সবুজ, ফরমান, তারিখ, শিরোনাম, মৌলবী, বান্দা, শাদি, সবজি, রসদ।
ইংরেজী শব্দঃ
অনেকটা ইংরেজী উচ্চারণে: ইউনির্ভাসিটি, ইউনিয়, কলেজ, টিন, নভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, বিল, মাস্টার, লাইব্রেরি, টুল, টিন, টেবিল, টিকিট, স্টেশন, রেল, লাইন, পুলিশ, পেনসিল, সিনেমা, থিয়েটার, কোম্পানি, ডিসমিস, ফেল।
পরিবর্তিত উচ্চারনে: আফিম (Opium), অফিস (Office), বাক্স( Box), স্কুল (School), হাসপাতাল (Hospital), বোতল (Bottle), বেঞ্চি (Bench), লাট (Lord), ডাক্তার (Doctor), ইঞ্চি (Inch), গেলাশ (Glass), এজেন (Agent), ইংরেজী (English), সান্ত্রি( Sentry), গারদ (Guard), ফেরি (Ferry), খ্রিষ্ট (Christ), জজ (Judge), জেল (Jail)
পর্তুগিজ শব্দঃ আনারস, আতা, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, ইস্তিরি, ইস্পাত, কেদারা, কামরা, কেরানি, কপি, গামলা, জানালা, জালা, টুপি, পেপে, পেরেক, পেয়ারা, ফিতা, ফালতো, বালতি, বোতাম, বারান্দা, বেহালা, বর্গা, সাবান, নিলাম, ইংরেজ, সাবান, তোয়ালে, নিলাম, নোনা, যিশু, আলকাতরা, মার্কা, জানালা, ক্রশ, পরাত (বৃহৎ থালা), মিস্ত্রি, গামলা, সেমজি, কামিজ, গির্জা, টুপি, বোমা, কেরানি, কামরা, আতা, তামাক, ইস্পাত, আয়া, আচার, পিস্তল, বেহালা, মাস্তÍল, মাইরি, গুদাম, বর্গা, সাবান, গরাদ, সাবু, কাকাতুয়া, পেয়ালে।
তুর্কি শব্দঃ উৎবুক, কোর্মা, তুরুক, তোশক, বন্দুক, বাইজি (মূলশব্দ বাজি), বারুদ, বেগম, সওগাত, তোপ, কাবু, তক্মা, কাঁচি, খাতুন, খাঁ, বিবি, মুচলেকা, আলখেল্লা, চাকু, লাশ, বাবা, ঠাকুর, উর্দি, উর্দু, কুলি, করনিশ, খোকা, বাবুর্চি, কুর্নিশ, কোর্তা, ক্রোক, চাকর, দারোগা, বোচকা, সুলতান, কাঁচি, মোগল, লাশ।
ফরাসি শব্দঃ ওলন্দাজ, দিনেমার, ক্যাফে, রেস্তরাঁ, আঁতাত, ডিপো, ইংরেজ, ফরাসি, ওলন্দাজ, গ্যারাজ, বর্গী, তোয়ালে, রেনেসাঁ, কুপন।
ওলন্দাজ/ডাচ শব্দঃ ইস্কাপন, টেককা, তুরুপ, রুইতন, হরতন।
হিন্দি শব্দঃ আগড়ম-বাগড়ম, আচ্ছা, কাছারি, কাহিনি, কুত্তা, খাম (খুঁটি অর্থে), খুজলি, খেলনা, গদি, ঘাবড়ানো, ঘুষাঘুষি, চাঁদোয়া, চাচা, চাটনি, চাটা, চাটাই, চানা (চানাচুর), চাপাতি, চিড়িয়া, চোট্টা, ছাতি (বুক অর্থে), ছালুন, জায়গা, জিলাপি, ঝান্ডা, ঝামেলা, টপ্পা, ঠিকানা, ঠক্কর, ডালপুরি, ঢিলা, তার, দাদা, দাদি, দুলা, ধোলাই, পানি, ফুফা, ফুফি, ভাই, বোন, মামা, মামি, চাচা, চাচি, নানা, বাচ্চা, বড়াই, বেটা, ভরসা, সুজি, ওয়ালা, ছিনতাই, ডেরা, টহল, ডেমরা, ইস্তক, দোসরা, রুটি, জঙ্গল, মিঠাই, কাহিনি, বার্তা, সাচ্চা, টহল, পুরি।
উর্দু শব্দঃ আব্বু, কলিজা, ঘাগরা, চুঙ্গি, ছিলিম, ঠুমরি, বদলা, হল্লা
গুজরাটিঃ খদ্দর, হরতাল
পাঞ্জাবিঃ চাহিদা, শিখ সিংহলি ঃ সিডর ( চোখ)
তামিলঃ চুরুট বা চুরট
মায়ানমার (বার্মিজ): লুঙ্গি, ফুঙ্গি (বৌদ্ধ ভিক্ষু)
চীনাঃ চা, চিনি, লুচি, এলাচি, সাম্পান, লবি, লিচু
জাপানিঃ রিক্সা, হাসনাহেনা, ক্যারাটে, জুডো, হারিকিরি, প্যাগোডা
গ্রিক শব্দঃ দাম, সেমাই, সুড়ং, ইউনানি, সুডো, সুড়ঙ্গ, কেন্দ্র,Education
মালয়ঃ কিরিচ, কাকাতোয়া, আইলা (ডলফিন)
ইতালিয়ানঃ সনেট, ফ্যাসিস্ট, মাফিয়া, ম্যাজেন্টা
জার্মান : নাৎসি
মেক্সিকান : চকলেট
দক্ষিন আফ্রিকানঃ জেব্রা
অস্ট্রেলীয় শব্দঃ বুমেরাং, ক্যাঙ্গারু
পেরু শব্দঃ কুইনাইন

মিশ্র শব্দ

কোনো কোনো সময় দেশি ও বিদেশী শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে।
উদাহরণঃ রাজা – বাদশা (তৎসম+ফারসি)
হাট – বাজার (বাংলা + ফারসি)
হেড – মৌলভি ( ইংরেজি + ফারসি)
হেড – পন্ডিত (ইংরেজি + তৎসম)
খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম)
ডাক্তার – খানা (ইংরেজি + ফারসি)
পকেট – মার ( ইংরেজি + বাংলা)
চৌ – হদ্দি ( ফারসি + আরবি)
শাক – শবজি ( তৎসম + ফারসি)
মাস্টার – মশাই (ইংরেজি + তদ্ভব)
আইনজীবী ( আরবি + তৎসম)
শ্রমিক – মালিক (তৎসম + আরবি)
উপসর্গ যোগে,
বেটাইম ( ফারসি উপসর্গ + ইংরেজী )
নিটল (বাংলা উপসর্গ + তৎসম)

  

Sunday, March 10, 2019

সাধারণ জ্ঞান


1. টুঙ্গীপাড়া কোন নদীর তীরে অবস্থিত ? বাইগার। ( গোপালগঞ্জ মধুমতী নদীর তীরে অবস্থিত)
2. সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় কবে ? ১ আগস্ট, ২০১৭।
3. চীন-ভারতের বিরোধপূর্ণ ডোকলাম মালভূমি কোন অঞ্চলে অবস্থিত ?-দ্রোমো অঞ্চলে।
4. বিপ্লবের শহর বলা হয় কোন শহরকে ? - হোমস শহর, সিরিয়া।
5. বিশ্ব প্রযুক্তির রাজধানী বলা হয়...........। -দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল।
6. ন্যাটোর সর্বশেষ (২৯তম) সদস্য দেশ কোনটি? -মন্টিনেগ্রো।
7. সার্কের মহাসচিবের মেয়াদকাল কত বছর? -৩ বছর।
8. 'শিখা অম্লান' ভাস্কর্যটি কোথায় অবস্থিত? -নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরে। ( আগারগাঁও, ঢাকা)
9. বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটারের নাম কী? -নয়ন। ( প্রথম ল্যাপটপ:দোয়েল)
10. বৃটেন কত বছরের জন্য চীনের কাছ থেকে হংকং লিজ নেয় ? -৯৯ বছর।
11. বর্তমান বিশ্বে ইকোনমিক সুপার পাওয়ার বলা হয় কাদের? - জাপান- চীন- আমেরিকা
12. বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কী? - সোহরাওয়ার্দী উদ্যান
13. পদ্মা সেতুর পিলার সংখ্যা কত? - ৪২টি
14. বর্তমানে বিশ্বে পারমাণবিক সাবমেরিন আছে কতটি দেশে? - ৬টি
15. পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ হয় ? - ৫ ডিসেম্বর ১৯৬৯
16. উখিয়া ' সীমান্ত কোথায় অবস্থিত? - কক্সবাজার – মিয়ানমার
17. বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইট এর স্থায়িত্ব কত বছর? - ২৫ বছর
18. ভাস্তারা কী? - সারা বছর ফলনশীল একটি আম।
19. সবচেয়ে কম বয়সী এভারেস্ট জয়ী কে? -মালাবাথ পূর্ণা( ১৩বছর বয়সে , ভারত)
20. "তাহরির স্কয়ার" কোথায় অবস্থিত? - মিশর
21. ভূমি মাইন নিষিদ্ধ করা হয় - অটোয়া কনভেনশন
22. আল জাজিরা শব্দের অর্থ - উপদ্বীপ
23. জীব বৈচিত্র্য বিষয়ক জাতিসংঘ কনভেনশন হয়- ১৯৯২ সালে
24. মাইন ক্যাম্ফ শব্দের অর্থ- আমার সংগ্রাম
25. নারীর জন্য সকল প্রকার বৈষম্য বিলাপ কনভেনশন ( CEDAW) এর সনদের ধারা- ৩০টি
26. কর্শিকা দ্বীপ কোথায় অবস্থিত?= ভূমধ্যসাগরে।
27. স্পিরিট সান্টু’ কী?= ভানুয়াতুর বৃহত্তম একটি দ্বীপ।
28. পেরেলিজ বা লায়লা দ্বীপ কোথায় অবস্থিত?= মরক্কো । বিরোধ – স্পেন ও মরক্কো
29. কোন দ্বীপ ইন্দোনেশিয়া মার্শাল দ্বীপ বলে?= জাফনা দ্বীপ
30. চার্চিল দ্বীপ কোথায় অবস্থিত?= হাডসন উপসাগরে
31. লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ কোথায় অবস্থিত?= আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে।
32. মান্নার দ্বীপ কোথায় অবস্থিত?= শ্রীলংকা
33. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কত সালে সরকারি গেজেটের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন? = ১৫ ডিসেম্বর ১৯৭৩
34. জাতীয় সংসদ এ স্থায়ী কমিটি কয়টি?? =৫০
35. শ্রম জরিপ -২০১৩ অনুযায়ী বাংলাদেশের মোট শ্রম শক্তির কত % কৃষি এ খাতে জড়িত?=৪৫%
36. “জাতীয় বীজ পরীক্ষাগার” কোথায় অবস্থিত?=গাজীপুর ( নোট:বাংলাদেশের একমাত্র আঞ্চলিক বীজ পরীক্ষাগার ঈশ্বরদী, পাবনায় অবস্থিত।)
37. খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ?=১০ম।
38. ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম কখন ? =আশ্বিন মাসের পূর্ণিমা ও অমাবস্যা তিথি(২য় সর্বোচ্চ প্রজনন মৌসুম-জানুয়ারি-ফেব্রুয়ারি)।
39. ইলিশের নিরাপদ প্রজননের জন্য এবছর ইলিশ শিকার নিষিদ্ধ ছিল=১-২২ অক্টোবর পর্যন্ত।
40. জাতিসংঘের মূল সনদে কতটি অধ্যায় ও ধারা রয়েছে ?= ১৯ টি অধ্যায় ও ১১১টি ধারা
41. বাংলাদেশ কত সালে UN Peace Building Commission এর ভাইস চেয়ারম্যান মনোনীত হয় ?= ২০১৩
42. আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কবে ?= ২৯ মে
43. জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কতটি ?= ১৫
44. ৮০০ ডলারের উপরGDP যেসব দেশের সেসব দেশে ঋণ প্রদান করে বিশ্ব ব্যাংকের কোন সংস্থা ?= IBRD
45. IMF কিসের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মুদ্রা রিজার্ভের ঘাটতি পূরণ করে ?= SDR
46. কত সালে বিশ্ব ব্যাংক বাংলাদেশে কার্যক্রম শুরু করে ?= ১৯৭২
47. WTO সৃষ্টির ৮ বছরব্যাপী উরুগুয়ে রাউন্ড কখন হয়েছিল ?= ১৯৮৬-১৯৯৪
48. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন স্থায়ী সদস্য WTO এর সদস্য নয় ?= রাশিয়া
49. ১৯১৯ সালে মিত্রশক্তি ও জার্মানীর মধ্যে সম্পাদিত চুক্তির নাম কি? =দ্বিতীয় ভার্সাই চুক্তি।
50. দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীর বিচার কোথায় হয়েছিল? =নূরেমবার্গে।২০ নভেম্বর ,১৯৪৫।
51. পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক ব্লকের নাম কী?-COMESA
52. দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক ব্লকের নাম কী ?MERCOUSUR
53. BCIM এর সদস্য কয়টি?-৪
54. ফিদেল ক্যাস্ত্রো মারা যান কবে?=২৫ নভেম্বর ২০১৬
55. ইউরোপে রেনেসাঁ শুরু হয় কোন শতাব্দীতে ?=১৪ শতাব্দীতে।
56. প্রাচীন সভ্যতার কেন্দ্র কোনটি? =আনাতোলিয়া।
57. ‘দি হলি সিটি কোনটিকে বলা হয় ? =ভ্যাটিকান সিটি।
58. পিরামিড স্কিম’ কে কেন্দ্র করে কোন দেশে বিশৃঙ্খলা দেখা দেয়? =আলবেনিয়া।
59. পান্না দ্বীপ কাকে বলা হয়? আয়ারল্যান্ড
60. পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি? =সুইডেন।
61. কোন দেশে জন্মালে বিশ্বের যেখানে অবস্থান করুক না কেন সে সেদেশের নাগরিক ও ভোটার বলে গন্য হয়? =সানমেরিনো ( নোট: সম্প্রতি বাংলাদেশ সানমেরিনো সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে , এটি ইউরোপের অন্যতম প্রাচীন রাষ্ট্র)
62. কে কবে ‘এপ্রিল থিচিচ’ পেশ করেন? =লেনিন, ১৭ এপ্রিল, ১৯১৭।
63. কুখ্যাত "ইনসেন" কারাগার কোথায়?= মায়ানমার।
64. CEDAW সনদ কার্যকর হয় কবে থেকে ?= ১৯৮৯
65. বিরধপূর্ণ দ্বীপ-
হানিস দীপপুঞ্জ — ইয়েমেন ও ইরিত্রিয়া
পেরেজিল বা লায়লা দ্বীপ---- স্পেন ও মরক্কো
প্যারোলাস দ্বীপ — চীন ও তাইওয়ান
66. * বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান? -- ইউনেস্কো
* বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল হিসাবে কত তারিখে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে? --৩০/১০/২০১৭
* ৭৮টি দলিল মনোনয়নের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ কততম? --৪৮তম
* কত সালে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম চালু করে ইউনেসকো??-- ১৯৯২ সালে
67. সম্প্রতি কোন জেলায় ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়? --বোরহান উদ্দিন, ভোলা ৷
68. বাংলাদেশে পেপ্যালের পেমেন্ট সার্ভিস জুম আনুষ্ঠানিকভাবে চালু হয়?--১৯ অক্টোবর, ২০১৭
69. পদ্মা সেতু দৃশ্যমান হয় কত তারিখে? --৩০ সেপ্টেম্বর,২০১৭(৩৭ ও ৩৮ নম্বর স্পেনের উপর স্টিলের স্ট্রাকচার বসানো হয়)
* পদ্মা সেতুর(বাংলাদেশের বৃহত্তম ও দক্ষিন এশিয়ায় ২য়) দৈর্ঘ্য- ৬.১৫ কিমি৷
* পদ্মা সেতুর পিলার-৪২টি এবং স্প্যান-৪১টি
* পদ্মা সেতু জনগণের জন্য উন্মোক্ত হলে বাংলাদেশের জিডিপি কত শতাংশ বেড়ে যাবে? --১.২%
70. খানা আয় ও ব্যয় জরিপ ২০১৬ অনুযায়ী সবচেয়ে দারিদ্র্যের হার বেশি কোন জেলায়? -- কুড়িগ্রামে(৭০.৮%)
71. * সুন্দরবনের প্রবেশদ্বার- বাগেরহাট ৷
72. হাওরকন্যা বলা হয়-- সুনামগঞ্জ
73. বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান "সেবাস্তিয়ান কুর্জ" কোন দেশের?? --অষ্ট্রিয়া
74. কুর্দিস্তানে স্বাধীনতার দাবিতে গণভোট হয়--২৫ সেপ্টেম্বর, ২০১৭
75. কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট হয়--১ অক্টোবর, ২০১৭
76. ভাসানচর কোথায় অবস্থিত? --হাতিয়া, নোয়াখালী৷
77. দেশের প্রথম স্মার্টফোন কারখানা কোথায় অবস্থিত? --চন্দ্রা, গাজীপুর ৷
78. "বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৭"
-- বিশ্বের মোট জনসংখ্যা-৭৫৫ কোটি
--বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার- ১.২%
--জনসংখ্যায় বৃহত্তম দেশ- চীন
--নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ-নাইজার(৭.২ জন)
--নারী প্রতি কম প্রজনন হারের দেশ- মলদোভা ও পোল্যান্ড(১.২ জন)
--সার্কভুক্ত যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক-- আফগানিস্তান(৩.০%)
--সার্কভুক্ত যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম- শ্রীলংকা(০.৫%)
--বাংলাদেশের জনসংখ্যা- ১৬.৪৭ কোটি
--জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান- অষ্টম
--বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-১.১%
--জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক যে দেশে-ওমান
--জনসংখ্যা বৃদ্ধির হার কম যে দেশে- সিরিয়া
79. * নবম ডি-৮ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?--ইস্তাম্বুল, তুরস্ক
80. COP-23 কবে অনুষ্ঠিত হচ্ছে? -- ৬-১৭ নভেম্বর,২০১৭
* COP-23 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? --বন, জার্মানি
81. COP-24 কবে অনুষ্ঠিত হবে? -- ৫-১৬ নভেম্বর, ২০১৮
* COP-24 কোথায় অনুষ্ঠিত হবে? --কেটুইয়েস , পোল্যান্ড
82. ১২ অক্টোবর,২০১৭ কোন দেশ UNESCO'র সদস্য পদ ত্যাগের ঘোষণা দেয়? -- যুক্তরাষ্ট্র
83. WIPO এর বর্তমান সদস্য সংখ্যা - ১৯১--১৯০ তম- মার্শাল দ্বীপপুঞ্জ --১৯১ তম- পূর্ব তিমুর
84. ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা কত? --১৯২
সর্বশেষ: ১৯১তম- ফিলিস্তিন
: ১৯২তম- সলোমন দ্বীপপুঞ্জ
85. UNESCO' র ১১তম ও বর্তমান মহাপরিচালক এর নাম কি? -- আদ্রেঁ আজুলে(ফ্রান্স)
86. ইরাকি কুর্দিস্তানের রাজধানীর নাম কি? --ইরবিল
87. কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কে? --কার্লুস পুজদেমন
88. কাতালোনিয়ার রাজধানীর নাম কি? --বার্সেলোনা৷
89. সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'Mother of Humanity' বা 'মানবতার মা' আখ্যা দিয়েছে --ব্রিটিশ মিডিয়া ।
90. রেমিট্যান্স অর্জনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে --৮ম ।
91. ২০১৭ সালের বৈশ্বিক জলবায়ু ঝঁকি সূচকে বাংলাদেশের অবস্হান -- ৬ষ্ঠ ।
92. বাংলাদেশে বিনিয়োগে বর্তমানে শীর্ষ দেশ -- সিঙ্গাপুর ।
93. বাংলাদেশ পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করে --- ২০ সেপ্টেম্বর ২০১৭।
94. প্রথম দেশ হিসেবে পেপারলেস ট্রেড চুক্তিতে স্বাক্ষর করে --- বাংলাদেশ। ২৯ আগস্ট ২০১৭।
95. দেশে বর্তমানে সাক্ষরতার হার --- ৭২.৩ শতাংশ ।
96. দেশে বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা --- ১৮৮ জন । সেপ্টেম্বর ২০১৭ ।
97. দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল অবস্হিত ---পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার গোড়াআমখোলা পাড়া গ্রামে।
98. ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে --পামপাঙ্গা , ফিলিপাইন । ১৩ - ১৪ নভেম্বর,২০১৭।
99. WTO মন্ত্রী পর্যায়ের একাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে--- ১০-১৩ ডিসেম্বর , ২০১৭। বুয়েন্স আয়ার্স , আর্জেন্টিনা।
100. ২৫ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে --- অস্ট্রেলিয়া । ১৬ এপ্রিল ,২০১৮ ।
101. নবম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় --জিয়ামেন , চীন । ৩-৫ সেপ্টেম্বর , ২০১৭।
102. ১০ তম BRICS সম্মেলন অনুষ্ঠিত হবে ---জোহানেসবার্গ , দক্ষিণ আফ্রিকা । ২০১৮ সালে ।
103. 'ইদলিব' প্রদেশটি -- সিরিয়ায় অবস্হিত।
104. 'আরসা' কোন দেশের গেরিলা গোষ্ঠী -- মিয়ানমার।
105. বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নাম কী ?--- দাদাব
106. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার--- জায়েদ রাদ আল হুসেইন।
107. ভারতের বৃহত্তম ও বিশ্বের ২য় বৃহত্তম বাঁধের নাম--- সরদার সরোবর বাঁধ। বিশ্বের বৃহত্তম বাঁধ ---গ্র্যান্ড কুলি বাঁধ
108. * 'What Happened' গ্রন্হের রচয়িতা --- হিলারি ক্লিনটন।
109. 'Perfect Hostage' -- মিয়ানমারের নেত্রী অং সান সু চি'র জীবনীগ্রন্হ । রচয়িতা ব্রিটিশ লেখক জাস্টিন উইন্টল।
110. 'The Floating Man' --- রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র।
111. চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড ' কর্মসূচীর প্রবক্তা--- শি চিন পিং ।
112. 'অপারেশন ক্লিয়ারেন্স' --- মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রাখাইন রাজ্যকে রোহিঙ্গামুক্ত করতে সামরিক অভিযান ।
113. 'টাটামাডো' --- মিয়ানমারের সেনাবাহিনীর স্হানীয় নাম।
114. '৯৬৯' -- মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক গঠিত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ।
115. 'মা বা থা' --- মিয়ানমারে কট্টর বৌদ্ধদের সংগঠন।
116. মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের নাগরিকত্ব হরণ করে -- ১৯৮২ সালে ।
117. সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা সংক্রান্ত আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দেয় -- ০১ আগস্ট,২০১৭ ।
* এই রায়ের ফলে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ২,৩,৪,৫,৬ ও ৭ ধারা পুনঃস্হাপিত হয়েছে ।
118. * ৩ - ৫ সেপ্টেম্বর ২০১৭ চীনের জিয়ামেনে কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ?-- BRICS সম্মেলন ( নবম সম্মেলন ) ।
119. BIMSTEC এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন -- বাংলাদেশের এম শহীদুল ইসলাম।
BIMSTEC পররাষ্ট্রমন্ত্রীদের পঞ্চদশ বৈঠক অনুষ্ঠিত হয় -- কাঠমান্ডু, নেপাল । ১১ আগস্ট , ২০১৭
120. বিশ্ব বাণিজ্য সংস্হা ( WTO) পরিসংখ্যান রিপোর্ট ২০১৭ ----
* পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্হান
-- দ্বিতীয় । ( প্রথম -- চীন )
* বস্ত্র রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি ?
-- চীন । ( বাংলাদেশ -- ষষ্ঠ)
121. কমনওয়েলথ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত তাহমিমা আনাম রচিত তৃতীয় উপন্যাস -- The Bones Of Grace
122. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র -- গন্তব্য ।
123. বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ড নিয়ে নির্মিত কাহিনীচিত্র-- ইতিহাসের কৃষ্ণপক্ষ ।
124. দেশে নৌ থানা সংখ্যা -- ১৭টি ।
125. কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে সম্প্রতি কয়টি শর্ত দেওয়া হয়েছে ?-- ১৩ টি ।
126. বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট বীরাঙ্গনার সংখ্যা কত ?-- ১৮৮ জন । (১৮৮ না থাকলে যদি ১৮৫ থাকে তাহলে এটা দিতে হবে )
127. বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট
শব্দ সৈনিকের সংখ্যা কত ?-- ২৫৩ জন ।
128. ভাষার একক হলো= ধ্বনি
129. মরূদ্যান শব্দটির সন্ধি বিচ্ছেদ= মরু+উদ্যান
130. সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ=সম+ধি
131. World View শব্দের পারিভাষিক অর্থ= জাগাতিক দর্শন
132. বিশ্বের প্রথম ঘূর্ণায়মান ভবনের নাম কী?→ ডায়নামিক টাওয়ার (দুবাই)
133. 'জিনজিয়াং' শব্দের অর্থ কী?→নুতন ভূখন্ড
134. CTBTO চুক্তি অনুসমর্থন করেছে কতটি দেশ? উ: ১৬৬ টি দেশ
135. পানামা খালের গভীরতা কত মিটার? উ: ১৪ মি.
136. ফিরদোস স্ক্যয়ার অবস্থিত কোন দেশে? উ: বাগদাদ, ইরাক
137. আন্তর্জাতিক ধরিত্রী দিবস? উ: ৫ মে
138. Strategic Defence Initiative যে দেশের মিসাইল প্রতিরক্ষা কর্মসূচি? উ: USA
139. United Nations Industrial Development Organization এর সদর দপ্তর? উ: ভিয়েনা, অস্ট্রিয়া
140. NAFTA সাক্ষরিত হয়? উ: ১৭ ডিসেম্বর, ১৯৯২
141. হেবরন হত্যাকান্ড কে করেন? উ: গোল্ডস্টেন বারুচ
142. ডেটন চুক্তি সাক্ষরের সময় উপস্থিত ছিলেন? উ: বিল ক্লিনটন (মধ্যস্থতাকারী ছিলেন জিমি কার্টার)
143. Asia Pacific Economic Cooperation ভুক্ত দেশ কতটি? উ: ২১টি
144. Flickr ২০০৪ সালে চালু হয়।
145. MS Word এ F5 শর্টকাট কী দ্বারা Find and Replace নির্দেশ করে।
146. মাইকক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা চালু হয় ২০১৭ সালে।
147. জাতিসংঘের প্রতীক ও পতাকার ডিজাইনার --ডোনাল্ড ম্যাগলিন
148. উপমহাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় "নালন্দা" ভারতের কোথায় অবস্থিত? -- বিহারে
149. মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম।
150. স্বার্থ একত্রীকরণকারী বলা হয় কোনটিকে= রাজনৈতিক দলকে।

Saturday, May 19, 2018

Stop Assassination by Israel

Very recently Israel has started killing the innocent Palestinians. Israel has infringed the human rights of Palestine  people. Today the Palestinians are helpless and having no power to protect this unruly oppression .All the Muslim leaders should make alliance and take potential step to save Palestinians .In this case the UN should exemplary role to negotiate with both country and reach a milestone decision to refrain Israel to transfer capital from Telabib to East Jerusalem.

Wednesday, April 4, 2018

Objectives of training and development

Training and development not only enhance the employee's personal growth but also increase the organizational goals and objectives. The main objectives of training and development lie below

  1. Introduction of new employees
  2. Knowledge about the company
  3. Knowledge about the company policy
  4. Knowledge about the customer relations
  5. Knowledge on attitude
  6. Knowledge on training and planning
  7. Increase productivity and quality
  8. Further growth
  9. Develop health and behavior 

বিধ্বস্ত পৃথিবী

এক নতুন ঘাতকের আগমন মানব কূলে যত জল্পনা-কল্পনা    চারিদিকে শুধু মৃত্যুর মিছিল বাতাসে লাশের গন্ধ।। নবীন প্রবীণ বিজ্ঞানের যত প্রচেষ্টা ন...