1. টুঙ্গীপাড়া কোন নদীর তীরে অবস্থিত ? বাইগার। ( গোপালগঞ্জ মধুমতী নদীর তীরে অবস্থিত)
2. সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় কবে ? ১ আগস্ট, ২০১৭।
3. চীন-ভারতের বিরোধপূর্ণ ডোকলাম মালভূমি কোন অঞ্চলে অবস্থিত ?-দ্রোমো অঞ্চলে।
4. বিপ্লবের শহর বলা হয় কোন শহরকে ? - হোমস শহর, সিরিয়া।
5. বিশ্ব প্রযুক্তির রাজধানী বলা হয়...........। -দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল।
6. ন্যাটোর সর্বশেষ (২৯তম) সদস্য দেশ কোনটি? -মন্টিনেগ্রো।
7. সার্কের মহাসচিবের মেয়াদকাল কত বছর? -৩ বছর।
8. 'শিখা অম্লান' ভাস্কর্যটি কোথায় অবস্থিত? -নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরে। ( আগারগাঁও, ঢাকা)
9. বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটারের নাম কী? -নয়ন। ( প্রথম ল্যাপটপ:দোয়েল)
10. বৃটেন কত বছরের জন্য চীনের কাছ থেকে হংকং লিজ নেয় ? -৯৯ বছর।
11. বর্তমান বিশ্বে ইকোনমিক সুপার পাওয়ার বলা হয় কাদের? - জাপান- চীন- আমেরিকা
12. বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কী? - সোহরাওয়ার্দী উদ্যান
13. পদ্মা সেতুর পিলার সংখ্যা কত? - ৪২টি
14. বর্তমানে বিশ্বে পারমাণবিক সাবমেরিন আছে কতটি দেশে? - ৬টি
15. পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ হয় ? - ৫ ডিসেম্বর ১৯৬৯
16. উখিয়া ' সীমান্ত কোথায় অবস্থিত? - কক্সবাজার – মিয়ানমার
17. বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইট এর স্থায়িত্ব কত বছর? - ২৫ বছর
18. ভাস্তারা কী? - সারা বছর ফলনশীল একটি আম।
19. সবচেয়ে কম বয়সী এভারেস্ট জয়ী কে? -মালাবাথ পূর্ণা( ১৩বছর বয়সে , ভারত)
20. "তাহরির স্কয়ার" কোথায় অবস্থিত? - মিশর
21. ভূমি মাইন নিষিদ্ধ করা হয় - অটোয়া কনভেনশন
22. আল জাজিরা শব্দের অর্থ - উপদ্বীপ
23. জীব বৈচিত্র্য বিষয়ক জাতিসংঘ কনভেনশন হয়- ১৯৯২ সালে
24. মাইন ক্যাম্ফ শব্দের অর্থ- আমার সংগ্রাম
25. নারীর জন্য সকল প্রকার বৈষম্য বিলাপ কনভেনশন ( CEDAW) এর সনদের ধারা- ৩০টি
26. কর্শিকা দ্বীপ কোথায় অবস্থিত?= ভূমধ্যসাগরে।
27. স্পিরিট সান্টু’ কী?= ভানুয়াতুর বৃহত্তম একটি দ্বীপ।
28. পেরেলিজ বা লায়লা দ্বীপ কোথায় অবস্থিত?= মরক্কো । বিরোধ – স্পেন ও মরক্কো
29. কোন দ্বীপ ইন্দোনেশিয়া মার্শাল দ্বীপ বলে?= জাফনা দ্বীপ
30. চার্চিল দ্বীপ কোথায় অবস্থিত?= হাডসন উপসাগরে
31. লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ কোথায় অবস্থিত?= আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে।
32. মান্নার দ্বীপ কোথায় অবস্থিত?= শ্রীলংকা
33. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কত সালে সরকারি গেজেটের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন? = ১৫ ডিসেম্বর ১৯৭৩
34. জাতীয় সংসদ এ স্থায়ী কমিটি কয়টি?? =৫০
35. শ্রম জরিপ -২০১৩ অনুযায়ী বাংলাদেশের মোট শ্রম শক্তির কত % কৃষি এ খাতে জড়িত?=৪৫%
36. “জাতীয় বীজ পরীক্ষাগার” কোথায় অবস্থিত?=গাজীপুর ( নোট:বাংলাদেশের একমাত্র আঞ্চলিক বীজ পরীক্ষাগার ঈশ্বরদী, পাবনায় অবস্থিত।)
37. খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ?=১০ম।
38. ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম কখন ? =আশ্বিন মাসের পূর্ণিমা ও অমাবস্যা তিথি(২য় সর্বোচ্চ প্রজনন মৌসুম-জানুয়ারি-ফেব্রুয়ারি)।
39. ইলিশের নিরাপদ প্রজননের জন্য এবছর ইলিশ শিকার নিষিদ্ধ ছিল=১-২২ অক্টোবর পর্যন্ত।
40. জাতিসংঘের মূল সনদে কতটি অধ্যায় ও ধারা রয়েছে ?= ১৯ টি অধ্যায় ও ১১১টি ধারা
41. বাংলাদেশ কত সালে UN Peace Building Commission এর ভাইস চেয়ারম্যান মনোনীত হয় ?= ২০১৩
42. আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কবে ?= ২৯ মে
43. জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কতটি ?= ১৫
44. ৮০০ ডলারের উপরGDP যেসব দেশের সেসব দেশে ঋণ প্রদান করে বিশ্ব ব্যাংকের কোন সংস্থা ?= IBRD
45. IMF কিসের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মুদ্রা রিজার্ভের ঘাটতি পূরণ করে ?= SDR
46. কত সালে বিশ্ব ব্যাংক বাংলাদেশে কার্যক্রম শুরু করে ?= ১৯৭২
47. WTO সৃষ্টির ৮ বছরব্যাপী উরুগুয়ে রাউন্ড কখন হয়েছিল ?= ১৯৮৬-১৯৯৪
48. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন স্থায়ী সদস্য WTO এর সদস্য নয় ?= রাশিয়া
49. ১৯১৯ সালে মিত্রশক্তি ও জার্মানীর মধ্যে সম্পাদিত চুক্তির নাম কি? =দ্বিতীয় ভার্সাই চুক্তি।
50. দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীর বিচার কোথায় হয়েছিল? =নূরেমবার্গে।২০ নভেম্বর ,১৯৪৫।
51. পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক ব্লকের নাম কী?-COMESA
52. দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক ব্লকের নাম কী ?MERCOUSUR
53. BCIM এর সদস্য কয়টি?-৪
54. ফিদেল ক্যাস্ত্রো মারা যান কবে?=২৫ নভেম্বর ২০১৬
55. ইউরোপে রেনেসাঁ শুরু হয় কোন শতাব্দীতে ?=১৪ শতাব্দীতে।
56. প্রাচীন সভ্যতার কেন্দ্র কোনটি? =আনাতোলিয়া।
57. ‘দি হলি সিটি কোনটিকে বলা হয় ? =ভ্যাটিকান সিটি।
58. পিরামিড স্কিম’ কে কেন্দ্র করে কোন দেশে বিশৃঙ্খলা দেখা দেয়? =আলবেনিয়া।
59. পান্না দ্বীপ কাকে বলা হয়? আয়ারল্যান্ড
60. পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি? =সুইডেন।
61. কোন দেশে জন্মালে বিশ্বের যেখানে অবস্থান করুক না কেন সে সেদেশের নাগরিক ও ভোটার বলে গন্য হয়? =সানমেরিনো ( নোট: সম্প্রতি বাংলাদেশ সানমেরিনো সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে , এটি ইউরোপের অন্যতম প্রাচীন রাষ্ট্র)
62. কে কবে ‘এপ্রিল থিচিচ’ পেশ করেন? =লেনিন, ১৭ এপ্রিল, ১৯১৭।
63. কুখ্যাত "ইনসেন" কারাগার কোথায়?= মায়ানমার।
64. CEDAW সনদ কার্যকর হয় কবে থেকে ?= ১৯৮৯
65. বিরধপূর্ণ দ্বীপ-
হানিস দীপপুঞ্জ — ইয়েমেন ও ইরিত্রিয়া
পেরেজিল বা লায়লা দ্বীপ---- স্পেন ও মরক্কো
প্যারোলাস দ্বীপ — চীন ও তাইওয়ান
66. * বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান? -- ইউনেস্কো
* বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল হিসাবে কত তারিখে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে? --৩০/১০/২০১৭
* ৭৮টি দলিল মনোনয়নের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ কততম? --৪৮তম
* কত সালে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম চালু করে ইউনেসকো??-- ১৯৯২ সালে
67. সম্প্রতি কোন জেলায় ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়? --বোরহান উদ্দিন, ভোলা ৷
68. বাংলাদেশে পেপ্যালের পেমেন্ট সার্ভিস জুম আনুষ্ঠানিকভাবে চালু হয়?--১৯ অক্টোবর, ২০১৭
69. পদ্মা সেতু দৃশ্যমান হয় কত তারিখে? --৩০ সেপ্টেম্বর,২০১৭(৩৭ ও ৩৮ নম্বর স্পেনের উপর স্টিলের স্ট্রাকচার বসানো হয়)
* পদ্মা সেতুর(বাংলাদেশের বৃহত্তম ও দক্ষিন এশিয়ায় ২য়) দৈর্ঘ্য- ৬.১৫ কিমি৷
* পদ্মা সেতুর পিলার-৪২টি এবং স্প্যান-৪১টি
* পদ্মা সেতু জনগণের জন্য উন্মোক্ত হলে বাংলাদেশের জিডিপি কত শতাংশ বেড়ে যাবে? --১.২%
70. খানা আয় ও ব্যয় জরিপ ২০১৬ অনুযায়ী সবচেয়ে দারিদ্র্যের হার বেশি কোন জেলায়? -- কুড়িগ্রামে(৭০.৮%)
71. * সুন্দরবনের প্রবেশদ্বার- বাগেরহাট ৷
72. হাওরকন্যা বলা হয়-- সুনামগঞ্জ
73. বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান "সেবাস্তিয়ান কুর্জ" কোন দেশের?? --অষ্ট্রিয়া
74. কুর্দিস্তানে স্বাধীনতার দাবিতে গণভোট হয়--২৫ সেপ্টেম্বর, ২০১৭
75. কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট হয়--১ অক্টোবর, ২০১৭
76. ভাসানচর কোথায় অবস্থিত? --হাতিয়া, নোয়াখালী৷
77. দেশের প্রথম স্মার্টফোন কারখানা কোথায় অবস্থিত? --চন্দ্রা, গাজীপুর ৷
78. "বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৭"
-- বিশ্বের মোট জনসংখ্যা-৭৫৫ কোটি
--বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার- ১.২%
--জনসংখ্যায় বৃহত্তম দেশ- চীন
--নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ-নাইজার(৭.২ জন)
--নারী প্রতি কম প্রজনন হারের দেশ- মলদোভা ও পোল্যান্ড(১.২ জন)
--সার্কভুক্ত যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক-- আফগানিস্তান(৩.০%)
--সার্কভুক্ত যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম- শ্রীলংকা(০.৫%)
--বাংলাদেশের জনসংখ্যা- ১৬.৪৭ কোটি
--জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান- অষ্টম
--বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-১.১%
--জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক যে দেশে-ওমান
--জনসংখ্যা বৃদ্ধির হার কম যে দেশে- সিরিয়া
79. * নবম ডি-৮ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?--ইস্তাম্বুল, তুরস্ক
80. COP-23 কবে অনুষ্ঠিত হচ্ছে? -- ৬-১৭ নভেম্বর,২০১৭
* COP-23 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? --বন, জার্মানি
81. COP-24 কবে অনুষ্ঠিত হবে? -- ৫-১৬ নভেম্বর, ২০১৮
* COP-24 কোথায় অনুষ্ঠিত হবে? --কেটুইয়েস , পোল্যান্ড
82. ১২ অক্টোবর,২০১৭ কোন দেশ UNESCO'র সদস্য পদ ত্যাগের ঘোষণা দেয়? -- যুক্তরাষ্ট্র
83. WIPO এর বর্তমান সদস্য সংখ্যা - ১৯১--১৯০ তম- মার্শাল দ্বীপপুঞ্জ --১৯১ তম- পূর্ব তিমুর
84. ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা কত? --১৯২
সর্বশেষ: ১৯১তম- ফিলিস্তিন
: ১৯২তম- সলোমন দ্বীপপুঞ্জ
85. UNESCO' র ১১তম ও বর্তমান মহাপরিচালক এর নাম কি? -- আদ্রেঁ আজুলে(ফ্রান্স)
86. ইরাকি কুর্দিস্তানের রাজধানীর নাম কি? --ইরবিল
87. কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কে? --কার্লুস পুজদেমন
88. কাতালোনিয়ার রাজধানীর নাম কি? --বার্সেলোনা৷
89. সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'Mother of Humanity' বা 'মানবতার মা' আখ্যা দিয়েছে --ব্রিটিশ মিডিয়া ।
90. রেমিট্যান্স অর্জনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে --৮ম ।
91. ২০১৭ সালের বৈশ্বিক জলবায়ু ঝঁকি সূচকে বাংলাদেশের অবস্হান -- ৬ষ্ঠ ।
92. বাংলাদেশে বিনিয়োগে বর্তমানে শীর্ষ দেশ -- সিঙ্গাপুর ।
93. বাংলাদেশ পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করে --- ২০ সেপ্টেম্বর ২০১৭।
94. প্রথম দেশ হিসেবে পেপারলেস ট্রেড চুক্তিতে স্বাক্ষর করে --- বাংলাদেশ। ২৯ আগস্ট ২০১৭।
95. দেশে বর্তমানে সাক্ষরতার হার --- ৭২.৩ শতাংশ ।
96. দেশে বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা --- ১৮৮ জন । সেপ্টেম্বর ২০১৭ ।
97. দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল অবস্হিত ---পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার গোড়াআমখোলা পাড়া গ্রামে।
98. ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে --পামপাঙ্গা , ফিলিপাইন । ১৩ - ১৪ নভেম্বর,২০১৭।
99. WTO মন্ত্রী পর্যায়ের একাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে--- ১০-১৩ ডিসেম্বর , ২০১৭। বুয়েন্স আয়ার্স , আর্জেন্টিনা।
100. ২৫ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে --- অস্ট্রেলিয়া । ১৬ এপ্রিল ,২০১৮ ।
101. নবম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় --জিয়ামেন , চীন । ৩-৫ সেপ্টেম্বর , ২০১৭।
102. ১০ তম BRICS সম্মেলন অনুষ্ঠিত হবে ---জোহানেসবার্গ , দক্ষিণ আফ্রিকা । ২০১৮ সালে ।
103. 'ইদলিব' প্রদেশটি -- সিরিয়ায় অবস্হিত।
104. 'আরসা' কোন দেশের গেরিলা গোষ্ঠী -- মিয়ানমার।
105. বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নাম কী ?--- দাদাব
106. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার--- জায়েদ রাদ আল হুসেইন।
107. ভারতের বৃহত্তম ও বিশ্বের ২য় বৃহত্তম বাঁধের নাম--- সরদার সরোবর বাঁধ। বিশ্বের বৃহত্তম বাঁধ ---গ্র্যান্ড কুলি বাঁধ
108. * 'What Happened' গ্রন্হের রচয়িতা --- হিলারি ক্লিনটন।
109. 'Perfect Hostage' -- মিয়ানমারের নেত্রী অং সান সু চি'র জীবনীগ্রন্হ । রচয়িতা ব্রিটিশ লেখক জাস্টিন উইন্টল।
110. 'The Floating Man' --- রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র।
111. চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড ' কর্মসূচীর প্রবক্তা--- শি চিন পিং ।
112. 'অপারেশন ক্লিয়ারেন্স' --- মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রাখাইন রাজ্যকে রোহিঙ্গামুক্ত করতে সামরিক অভিযান ।
113. 'টাটামাডো' --- মিয়ানমারের সেনাবাহিনীর স্হানীয় নাম।
114. '৯৬৯' -- মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক গঠিত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ।
115. 'মা বা থা' --- মিয়ানমারে কট্টর বৌদ্ধদের সংগঠন।
116. মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের নাগরিকত্ব হরণ করে -- ১৯৮২ সালে ।
117. সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা সংক্রান্ত আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দেয় -- ০১ আগস্ট,২০১৭ ।
* এই রায়ের ফলে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ২,৩,৪,৫,৬ ও ৭ ধারা পুনঃস্হাপিত হয়েছে ।
118. * ৩ - ৫ সেপ্টেম্বর ২০১৭ চীনের জিয়ামেনে কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ?-- BRICS সম্মেলন ( নবম সম্মেলন ) ।
119. BIMSTEC এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন -- বাংলাদেশের এম শহীদুল ইসলাম।
BIMSTEC পররাষ্ট্রমন্ত্রীদের পঞ্চদশ বৈঠক অনুষ্ঠিত হয় -- কাঠমান্ডু, নেপাল । ১১ আগস্ট , ২০১৭
120. বিশ্ব বাণিজ্য সংস্হা ( WTO) পরিসংখ্যান রিপোর্ট ২০১৭ ----
* পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্হান
-- দ্বিতীয় । ( প্রথম -- চীন )
* বস্ত্র রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি ?
-- চীন । ( বাংলাদেশ -- ষষ্ঠ)
121. কমনওয়েলথ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত তাহমিমা আনাম রচিত তৃতীয় উপন্যাস -- The Bones Of Grace
122. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র -- গন্তব্য ।
123. বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ড নিয়ে নির্মিত কাহিনীচিত্র-- ইতিহাসের কৃষ্ণপক্ষ ।
124. দেশে নৌ থানা সংখ্যা -- ১৭টি ।
125. কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে সম্প্রতি কয়টি শর্ত দেওয়া হয়েছে ?-- ১৩ টি ।
126. বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট বীরাঙ্গনার সংখ্যা কত ?-- ১৮৮ জন । (১৮৮ না থাকলে যদি ১৮৫ থাকে তাহলে এটা দিতে হবে )
127. বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট
শব্দ সৈনিকের সংখ্যা কত ?-- ২৫৩ জন ।
128. ভাষার একক হলো= ধ্বনি
129. মরূদ্যান শব্দটির সন্ধি বিচ্ছেদ= মরু+উদ্যান
130. সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ=সম+ধি
131. World View শব্দের পারিভাষিক অর্থ= জাগাতিক দর্শন
132. বিশ্বের প্রথম ঘূর্ণায়মান ভবনের নাম কী?→ ডায়নামিক টাওয়ার (দুবাই)
133. 'জিনজিয়াং' শব্দের অর্থ কী?→নুতন ভূখন্ড
134. CTBTO চুক্তি অনুসমর্থন করেছে কতটি দেশ? উ: ১৬৬ টি দেশ
135. পানামা খালের গভীরতা কত মিটার? উ: ১৪ মি.
136. ফিরদোস স্ক্যয়ার অবস্থিত কোন দেশে? উ: বাগদাদ, ইরাক
137. আন্তর্জাতিক ধরিত্রী দিবস? উ: ৫ মে
138. Strategic Defence Initiative যে দেশের মিসাইল প্রতিরক্ষা কর্মসূচি? উ: USA
139. United Nations Industrial Development Organization এর সদর দপ্তর? উ: ভিয়েনা, অস্ট্রিয়া
140. NAFTA সাক্ষরিত হয়? উ: ১৭ ডিসেম্বর, ১৯৯২
141. হেবরন হত্যাকান্ড কে করেন? উ: গোল্ডস্টেন বারুচ
142. ডেটন চুক্তি সাক্ষরের সময় উপস্থিত ছিলেন? উ: বিল ক্লিনটন (মধ্যস্থতাকারী ছিলেন জিমি কার্টার)
143. Asia Pacific Economic Cooperation ভুক্ত দেশ কতটি? উ: ২১টি
144. Flickr ২০০৪ সালে চালু হয়।
145. MS Word এ F5 শর্টকাট কী দ্বারা Find and Replace নির্দেশ করে।
146. মাইকক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা চালু হয় ২০১৭ সালে।
147. জাতিসংঘের প্রতীক ও পতাকার ডিজাইনার --ডোনাল্ড ম্যাগলিন
148. উপমহাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় "নালন্দা" ভারতের কোথায় অবস্থিত? -- বিহারে
149. মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম।
150. স্বার্থ একত্রীকরণকারী বলা হয় কোনটিকে= রাজনৈতিক দলকে।